প্রধানমন্ত্রী চট্টগ্রাম যাচ্ছেন শনিবার
চট্টগ্রাম অফিস : বাংলাদেশ নৌবাহিনীর ৩টি যুদ্ধ জাহাজ আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী বেলা ১১টায় নেভাল একাডেমিতে পৌঁছাবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মেজবাহ উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, তিনটি যুদ্ধ জাহাজের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার চট্টগ্রাম আসছেন। বাংলাদেশ নেভাল একাডেমির (বিএনএ) বানৌজা সমুদ্র অভিযান, বানৌজা স্বাধীনতা ও বানৌজা প্রত্যয়ের কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যাবেন। নগরীর পতেঙ্গার নেভাল একাডেমিতে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে নৌবাহিনী।
(দ্য রিপোর্ট/এসএম/এনডিএস/সা/মার্চ ১৮, ২০১৬)