দ্য রিপোর্ট প্রতিবেদক : ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী নতুন পরিচালনা পর্ষদে স্বাধীন পরিচালক মনোনয়নের জন্য ১৪ জন সম্মানিত ব্যক্তির নাম অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। অনুমোদন দেওয়া ওই ব্যক্তিদের নাম মঙ্গলবার বিএসইসিতে দাখিল করা হবে। পরবর্তী সময়ে পর্যাপ্ত যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে সাতজনকে মনোনয়ন দেবে বিএসইসি।

ডিএসইর কার্যালয়ে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি আহসানুল ইসলাম টিটু।

বৈঠক শেষে আহসানুল ইসলাম টিটু দ্য রিপোর্টকে বলেন, ‘ডিএসইর পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক মনোনয়নের জন্য ১৪ জনের নাম অনুমোদ দেওয়া হয়েছে। অনুমোদন দেওয়া ওই ব্যক্তিদের নাম মঙ্গলবার বিএসইসিতে জমা দেওয়া হবে। পরবর্তী সময়ে বিএসইসি যাচাই-বাছাই করে সাতজনকে মনোনয়ন দেবে। তবে এ মুহূর্তে তাদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না।’

এদিকে ডিএসইর সহ-সভাপতি মিজানুর রহমান দ্য রিপোর্টকে বলেন, ‘আমরা আজকের পর্ষদ সভায় স্বতন্ত্র পরিচালক মনোনয়নের জন্য ১৪ জন সম্মানিত ব্যক্তির নাম অনুমোদন দিয়েছি। এর মধ্যে থেকে বিএসইসি সাতজনকে অনুমোদন দেওয়ার পর নাম প্রকাশ করা হবে। আর ১৩ ফেব্রুয়ারি ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর আগেই এ ১৪ জনের মধ্য থেকে সাতজন পরিচালক মনোনয়ন দেবে বিএসইসি। এ সাতজনের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নির্বাচন করা হবে।’

ডিএসইর অনুমোদিত ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিমের ৪.২ এর (এফ) অনুযায়ী স্বতন্ত্র পরিচালকের আবশ্যকীয় যোগ্যতায় উল্লেখ করা হয়েছে- ১০ বছরের পেশাদারী অভিজ্ঞাসহ ব্যবসায় প্রসাশন, অর্থনীতি, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, গণিত, লোক প্রসাশন কিংবা আইন বিভাগে স্নাতকোত্তর। তবে উপরিউক্ত বিষয়ে শুধু স্নাতক (সন্মান) পাস হলে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পেশাদারী পদবী যেমন-সিএফএ, সিএ, সিএমএ, সিএস, সিপিএ ইত্যাদি হলে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে শুধু স্নাতক পাস হলে ২০ বছরের অভিজ্ঞতা লাগবে।

এ ছাড়া ৪.২ এর (ই) অনুযায়ী, যারা স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না- নিয়োগের প্রস্তাবিত তারিখ থেকে পূর্ববর্তী তিন বছর স্টক এক্সচেঞ্জে এবং সংশ্লিষ্ট এক্সচেঞ্জের কোনো সাবসিডিয়ারি কোম্পানিতে কর্মরত থাকলে। পূর্ববর্তী তিন বছর সংশ্লিষ্ট কোম্পানির সিইও অথবা এমডি পদে কর্মরত থাকলে। পূর্ববর্তী তিন বছরের মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবসায়ীক অংশীদার বা শেয়ারহোল্ডার হিসেবে সংশ্লিষ্ট থাকলে। পূর্ববর্তী তিন বছরের মধ্যে অবসর সুবিধা ছাড়া কোনো ধরনের বেতন-ভাতা নিলে।

ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, কোনো পরিচালক, ট্রেক হোল্ডার বা শেয়ারহোল্ডারের পরিবারের সদস্য বা ব্যক্তির সঙ্গে সম্পর্কযুক্ত। কোনো স্ট্রেক হোল্ডার, শেয়ারহোল্ডার অথবা পরিচালকের সম্পর্ক থাকলে। মার্চেন্ট ব্যাংকার অথবা অ্যাসেট ম্যানেজার কোম্পানিসহ ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়ারি কোম্পানির সঙ্গে পূর্ববর্তী তিন বছর কর্মরত থাকলে। যেকোনো এক্সচেঞ্জের পরিচালক হলে। যেকোনো এক্সচেঞ্জের শেয়ারহোল্ডার হিসেবে কর্মরত থাকলে। তালিকাভুক্ত কোম্পানির পরিচালক বা মালিক হলে।

(দ্য রিপোর্ট/এনটি/এনডিএস/সা/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)