দ্য রিপোর্ট প্রতিবেদক : হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ২ লাখ ৪০ হাজার সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস সদস্যরা।

কাস্টমের সহকারী কমিশনার গোলাম মোস্তফা কামাল জানান, জুয়েল নামে ওই যাত্রী রাত সাড়ে ৯টার দিকে এসকিউ ৪৪৭ ফ্লাইটে সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। কাস্টমস বিভাগ থেকে তাকে চ্যালেঞ্জ করলে তিনি বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এরপর তাকে আটক করা হয়। এ সময় তার লাগেজ থেকে ২ লাখ ৪০ হাজার সৌদি রিয়াল জব্দ করা হয়। এ ঘটনায় বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে মামলা করা হবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/কেজেএন/এনডিএস/সা/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)