সরিষাবাড়ীতে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল
জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিএনপি মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। উপজেলা বিএনপি সভাপতি আজিম উদ্দিন আহমেদ যুবদল নেতা সুজন হত্যার প্রতিবাদে মঙ্গলবার সরিষাবাড়ীতে সকাল-সন্ধ্যা হরতালের এ ঘোষণা করেন।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন যুবদলের সদস্য সুজন খান হত্যার প্রতিবাদে স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সোমবার বিকেলে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে।
উল্লেখ্য, ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগ রবিবার বিকেলে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে একটি মোটরসাইকেল শোভাযাত্রাসহ মিছিল বের করে। মিছিলটি বাউসী বাজার হয়ে ভাটারা যাচ্ছিল। এ সময় ভাটারা বাজার থেকে যুবদল নেতা সুজন খান তার বন্ধু টুটুলকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। মিছিল থেকে কয়েকজন টুটুলকে মারধরের পর ছেড়ে দেয়। আর সুজনকে অপহরণ করে নিয়ে যায়। পরে মিছিলকারীরা ভাটারা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মসজিদের সামনে রামদা দিয়ে কুপিয়ে সুজনকে ফেলে রেখে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ১১টার দিকে তিনি মারা যান।
(দ্য রিপোর্ট/এসআর/এএস/সা/ফেব্রুয়ারি ৩, ২০১৪)