দ্য রিপোর্ট প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৪ উপলক্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজন করেছে ‘সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতি’ শীর্ষক সাত দিনব্যাপী জাতীয় পথনাট্যোৎসব। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

ঢাকাসহ বাংলাদেশের ৩৫টি নাট্যদল এ নাট্যোৎসবে অংশগ্রহণ করছে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে এ উৎসব চলবে।

উৎসবের তৃতীয় দিনে সোমবার পরিবেশিত হয় অনস্বাম্বল থিয়েটারের নাটক ‘সুনাগরিকের সন্ধানে’, পদাতিক নাট্য সংসদ (টিএসসি)-এর ‘স্বাধীনতার সংগ্রাম’, থিয়েটার আর্ট ইউনিটের ‘জনম দুঃখী মা’, নাগরিক নাট্যাঙ্গন অনস্বাম্বলের ‘স্বাধীনতা তুমি ফিরে এসো’। নাটক শুরুর আগে উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রকাশনা সম্পাদক রফিকউল্লাহ সেলিম।

চতুর্থ দিন মঙ্গলবার পরিবেশিত হবে মানস নাট্যাঙ্গনের নাটক ‘মৃত্তিকা কথন’। কিশোরগঞ্জের একতা নাট্যগোষ্ঠী’র ‘দাবি’, বরিশালের শব্দাবলীর ‘বদ্ধভূমিতে শেষ দৃশ্য’। দেশ নাটকের ‘আদম টেস্ট এবং শব্দ নাট্যচর্চা কেন্দ্রের ‘ট্রাংক রহস্য’।

(দ্য রিপোর্ট/কেএম/এপি/সা/ফেব্রুয়ারি ০৩, ২০১৪)