অর্থমন্ত্রী নিজের সুবিধামতো বক্তব্য দিচ্ছেন : বারাকাত
চট্টগ্রাম অফিস : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা লুট হওয়ার ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল নিজের ‘সুবিধামতো’ বক্তব্য দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারাকাত।
তিনি বলেন, ‘২০১৫-২০১৬ বাজেটের পূর্বে মুক্তিযোদ্ধা বাজেট নামক একটি বাজেটের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু অর্থমন্ত্রী সে বাজেটকে উচ্চাবিলাসী বাজেট বলে এড়িয়ে যান। পরে প্রধানমন্ত্রীর কাছেও এই ব্যাপারে তিনি সুবিধামতো মন্তব্য করেছেন।’
শনিবার দুপুরে নগরীর থিয়েটার ইনিস্টিউটে হিউম্যান সিকিউরিটি এন্ড কানেক্টিভিটি, ফ্যাক্টরস ফর বাংলাদেশ ইকোনোমিকস ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
অর্থমন্ত্রীর কঠোর সমালোচনা করে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান বারকাত বলেন, ‘তিনি একবার বলেন যে মানি ইজ নো প্রবলেম, আবার বলেন এত বড় বাজেট দিতে পারব না।’
এসময় অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তিনি প্রাইভেটাইজেশন চান। আর্মি, প্রাইমারি হেলথ কেয়ার, প্রাইমারি এডুকেশন প্রাইভেটাইজেশন করুন সাহস থাকলে।’
আবুল বারকাত বলেন, ‘বাজেট ঘোষণার আগে গত বছর এক সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয় অর্থনীতি সমিতির বিকল্প বাজেট সম্পর্কে। অর্থমন্ত্রী রেগে গিয়ে বলেন, তাহলে বাজেট তাদেরই দিতে বলুন।’
বন্ধু রাষ্ট্রগুলোর রাজনৈতিক দ্বন্দ্বের কারণে চট্টগ্রামের গভীর সমুদ্র বন্দর ও যোগাযোগ ব্যবস্থাকে সরকার কাজে লাগাতে পারছে না বলেও মনে করেন তিনি। দুই দেশের দ্বন্দ্বে বাংলাদেশ ‘ক্ষতিগ্রস্ত’ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘চট্টগ্রামের যে অর্থনীতির সম্ভাবনা রয়েছে তা কাজে লাগিয়ে সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রে পৌঁছানো যেত। কিন্তু প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র ভারত ও চীনের রাজনৈতিক দ্বন্দ্বে তা কাজে লাগাতে পারছে না সরকার।’
অনুষ্ঠানে ‘আঞ্চলিক সেমিনার-২০১৬’ উদ্বোধন করেন অর্থনীতি সমিতির কেন্দ্রীয় সভাপতি ড. আশরাফ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক ড. ইরশাদ কামাল খান।
(দ্য রিপোর্ট/জেএস/এসবি/মার্চ ১৯, ২০১৬)