গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জে দৈনিক জনকণ্ঠের সাংবাদিক নীতিশ বিশ্বাসকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এ সময় তার কাছে থাকা মোবাইল ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায় তারা। রবিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ এবং পরবর্তী করণীয় ঠিক করতে সোমবার সকাল ১১টায় জরুরি সভায় বসেন স্থানীয় সাংবাদিকরা।

আহত সাংবাদিক নীতিশ বিশ্বাস জানান, রবিবার দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পাতায় তার নামে গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসন নিয়ে একটি রাজনৈতিক সংবাদ ছাপা হয়। সংবাদ পড়ার পর কয়েকজন রাজনৈতিক নেতা তাকে ফোন দেন। তারা রিপোর্টটি নিয়ে নানা অভিমত ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, রাতে শহরের চৌরঙ্গীর অফিসে অবস্থান করছিলাম। এ সময় ২০ থেকে ২৫ জনের সশস্ত্র সন্ত্রাসী অফিসে ঢুকে আমার উপর ছুরি ও হাতুড়ি দিয়ে হামলা চালায়। তারা আমার অফিসে ব্যাপক ভাংচুর চালায়। লুটে নেয় আমার ব্যবহৃত ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন, একটি প্রিন্টার ও একটি ম্যানিব্যাগ।

পরে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তারা আমাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০- শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী যুগান্তরের জেলা প্রতিনিধি এসএম হুমায়ূন কবীর জানান, হঠাৎ করে ওই সন্ত্রাসীরা অফিসে ঢুকে নীতিশকে বেধড়ক মারধর ও কুপিয়ে আহত করে। তারা অফিসের একটি কম্পিউটার, টেলিভিশন, প্রিন্টার ও জানালার কাঁচ ভাংচুর করে এবং দুটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোন নিয়ে যায়।

নীতিশ বিশ্বাসের উপর হামলার ঘটনার খবর শোনার পর জেলায় কর্মরত সাংবাদিরা ঘটনাস্থলে ছুটে যান। পরে তাকে দেখতে হাসপাতালে যান যুগকথার সম্পাদক মোজাম্মেল হোসেন মুন্না, বাংলাদেশ প্রতিদিনের আমিনূল হাসান শাহীন, যায়যায় দিনের এসএম নজরুল ইসলাম, কালেরকন্ঠের প্রসূন মণ্ডল, প্রথম আলোর সুব্রত সাহা বাপী, বাংলানিউজের একরামূল কবীর, একুশে টেলিভিশন ও শীর্ষ নিউজের বাদল সাহা, আরটিভির আব্দুল্লাহ আল মামুন, চ্যানেল-২৪ এর রাজীব আহম্মেদ রাজু। এছাড়া পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জ্যোতির্ময় বালা জানিয়েছেন, সোমবার এক্সরে করার পর তার প্রকৃত অবস্থা জানা যাবে। তার সারাশরীরে হাতুড়ির আঘাতের চিহ্ন রয়েছে।এছাড়া কয়েকটি জখমও রয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক আক্তারুজ্জামান লিটন জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

(দিরিপোর্ট২৪ডটকম/বাদল সাহা/এমএআর/এইচএসএম/অক্টোবর ০৭, ২০১৩)