মৌলভীবাজার সংবাদদাতা : কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে শেষ দিনে (৩ ফেব্রুয়ারি) কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে বলে জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে।

নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৭ জন, বিএনপির ৬ জন, জাতীয় পার্টির ১ জন, জাসদের ২ জন এবং তালামীযে ইসলামিয়ার ১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, চেয়ারম্যান পদে বর্তমান কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা আওয়ামী লীগ নেতা আ স ম কামরুল ইসলাম, কাদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা একেএম শফি আহমদ সলমান, বিএনপি নেতা শওকতুল ইসলাম শকু ও আব্দুল হান্নান, জাসদ নেতা হাজী আলাউদ্দিন এবং জাতীয় পার্টি নেতা গিয়াস মিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের গৌরা দে, অরবিন্দু ঘোষ বিন্দু ও ছাত্রলীগ নেতা আহবাব হোসেন খান রাসেল, বিএনপির বদরুজ্জামান সজল, জয়নুল ইসলাম জুনেদ, যুবদল নেতা আজমল আলী শামীম, এমএ মজিদ এবং তালামীয নেতা ফজলুল হক খান শাহেদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনে আওয়ামী লীগ সংসদ সদস্য প্রার্থী তানিয়া আক্তার লিমা, নাসিমা আক্তার শাকি এবং জাসদের নেহার বেগম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সারা দেশে প্রথম দফা ১০২টি উপজেলা নির্বাচনে ১৯ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলার শুধুমাত্র কুলাউড়া উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কুলাউড়া উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ১৯০। মোট ৯৩টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৭ জানুয়ারি মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ দ্য রিপোর্টকে জানান, নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে নির্বাচন অফিসের। প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা গণসংযোগে নামতে পারবেন বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/টিএফ/এমএইচও/জেএম/জামান/ফেব্রুয়ারি ৪, ২০১৪)