বগুড়া সংবাদদাতা : বগুড়ার শাজাহানপুর উপজেলায় পঞ্চম শ্রেণীর ছাত্রী লিলিকে (১০) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার আনুমানিক রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

লিলি উপজেলার বড়নগর পশ্চিমপাড়ার শাহিনুর ইসলামের মেয়ে। সে বড়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত।

শাজাহানপুর থানার (ওসি) আব্দুল মান্নান জানান, সোমবার রাতে বাবার সঙ্গে ঘুমিয়ে পড়ে লিলি। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা এসে টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে। তারপর মেয়েটির গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ভোরে শাহিনুর ইসলাম মেয়ের গলায় গামছা পেছানো অবস্থায় মৃত দেখতে পায়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও জানান, অপরাধীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

(দ্য রিপোর্ট/এএইচ/ইইউ/জেএম/শাহ/ফেব্রুয়ারি ৪, ২০১৪)