ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত
কুষ্টিয়া সংবাদদাতা : জেলার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া সোনালী বিড়ি ফ্যাক্টরির কাছে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ যাত্রী আহত হয়েছেন।
কুষ্টিয়া-দৌলতপুর সড়কে মঙ্গলবার সকাল ৭টার দিকে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি দ্য রিপোর্টক বলেন, ‘সকাল ৭টায় দৌলতপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন নারী মারা যান। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।’
এ সময় ওই বাসে থাকা আরও ১০ যাত্রী আহত হন। আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/এফএপি/এমএইচও/এমসি/এজেড/ফেব্রুয়ারি ৪, ২০১৪)