সুনামগঞ্জে ট্রলারে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১১
সিলেট অফিস ও সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার মধ্যবর্তী প্রতাপপুরে সুরমা নদীতে ট্রলারে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার রাতে ৬টি দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকাল থেকে ১০টা পর্যন্ত সিলেটের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সুরমা নদী থেকে আরও ৫টি মৃতদেহ উদ্ধার করে।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলারের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১১ জন হয়েছে।
এদের মধ্যে ৫টি মৃতদেহ শনাক্ত করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনই প্রকাশ করা যাচ্ছে না। বাকি ৬ জনের পরিচয় এখনও জানা যায়নি বলে জানান তিনি।
সুনামগজ্ঞের জেলা প্রশাসক মো. ইয়ামিন চৌধুরী, ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না ও দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ঘটনাস্থলে আছেন।
উল্লেখ্য, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে ইঞ্জিনচালিত নৌকাটি নারী, শিশুসহ শতাধিক যাত্রী নিয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলার উদ্দেশে রওনা হয়। রাত ৮টার দিকে ওই এলাকায় পৌঁছলে হঠাৎ নৌকার রান্না করার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/এমসি/এজেড/ফেব্রুয়ারি ৪, ২০১৪)