দ্য রিপোর্ট প্রতিবেদক : ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী নতুন পরিচালনা পর্ষদের জন্য বাছাইকৃত ১৪ ব্যক্তির নাম পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে দাখিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার বালা বাছাইকৃত পরিচালকদের তালিকা বিএসইসিতে দাখিল করেছেন।

এই ১৪ জনের মধ্যে থেকে ৭ জনকে চূড়ান্ত করবে বিএসইসি। এর মধ্য থেকে একজনকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হবে। বাকি ছয়জন ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী ডিএসইর পর্ষদে পরিচালক হিসেবে বিবেচিত হবেন। সোমবার সন্ধ্যায় ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ ১৪ জনকে অনুমোদন দেওয়া হয়।

ডিএসইর সহ-সভাপতি মিজানুর রহমান দ্য রিপোর্টকে বলেন, ‘১৪ জনের মধ্যে থেকে বিএসইসি সাতজনকে অনুমোদন দেওয়ার পর নাম প্রকাশ করা হবে। এ সাতজনের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নির্বাচন করা হবে। আর আগামী ১৩ ফেব্রুয়ারি ডিএসইর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।’

(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/শাহ/ফেব্রুয়ারি ৪, ২০১৪)