নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার পাপুয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবুল খায়ের (৫০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আবুল খায়ের পৌরসভার পাপুয়া গ্রামের সুলতান আহম্মেদের ছেলে।

পাপুয়া গ্রামের আবুল খায়ের ও বাহার উদ্দিন অবৈধভাবে ক্যাবল নেটওয়ার্ক (ডিশ) লাইন চালাতেন। এর কারণে মালিকপক্ষ তাদের সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেয়।

সংযোগ বিচ্ছিন্ন করার জন্য একপক্ষ অন্যপক্ষকে দায়ী করে। এ নিয়ে সোমবার সন্ধ্যার দিকে আবুল খায়েরের সঙ্গে বাহার উদ্দিনের ছেলে জাহাঙ্গীর ও শহিদের তর্ক হয়। বির্তকের একপর্যায়ে শহিদ ও জাহাঙ্গীর আবুল খায়েরকে পিটিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে আবুল খায়ের জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ছেলে জয়নাল অভিযোগ করে বলেন, ‘শহিদ ও জাহঙ্গীরসহ তার পরিবারের লোকজন তার বাবাকে পিটিয়ে হত্যা করেছে।’

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সামাদ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবুল খায়েরকে জখম করার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

(দ্য রিপোর্ট/ওইউ/ইইউ/এমসি/এজেড/ফেব্রুয়ারি ৪, ২০১৪)