দ্য রিপোর্ট প্রতিবেদক : লভ্যাংশ ঘোষণা করেছে সিরামিক খাতের আরএকে সিরামিক। এ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিনিয়োগকারী নির্বাচনের জন্য আগামী ১৩ ফেব্রুয়ারি রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আগামী ২ এপ্রিল বসুন্ধরা কনভেনশন সেন্টারে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।

শেষ হওয়া অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ৬৮ কোটি ২৪ লাখ ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় হয়েছে ২.২৩ টাকা। এ ছাড়া শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১৮.৯৯ টাকা এবং শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ২.৯২ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৬০ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকা, ১.৯৯ টাকা, ১৯.৯৪ টাকা এবং ২.৩৮ টাকা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এজেড/ফেব্রুয়ারি ৪, ২০১৪)