জাতীয় পিঠা উৎসব শুরু বৃহস্পতিবার
দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার রমনা বটমূলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব।
ওই দিন বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। উৎসব উদযাপন পরিষদের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুল মালেক।
উদ্বোধন পর্ব শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করবে উদীচী শিল্পীগোষ্ঠী, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে দৃষ্টি এবং নৃত্য পরিবেশন করবে নৃত্যাঞ্চল।
মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিঠা উৎসব উদযাপন পরিষদের সঙ্গে সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, যুগ্ম-আহ্বায়ক বুলবুল মহলানবীশ, ওসমান গনি, দপ্তর সম্পাদক রোকেয়া প্রাচী, অনুষ্ঠান উপ-কমিটির সদস্য সচিব বাবুল বিশ্বাস প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, তিন দিনব্যাপী এই উৎসবে বিভিন্ন ধরনের পিঠার প্রায় অর্ধশতাধিক স্টল থাকবে। উৎসবের নিয়মিত আয়োজনে প্রতিদিন সন্ধ্যায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক কার্যক্রম। পিঠার সঙ্গে বাঙালি সংস্কৃতির এক অনন্য যোগসূত্র রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষের মিলনমেলার সেতুবন্ধন হিসেবেও এই উৎসবটি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে বলেও মনে করেন সংবাদ সম্মেলনের বক্তারা।
আগামী শনিবার শেষ হবে এই পিঠা উৎসব।
(দ্য রিপোর্ট/এমএ/এমসি/এজেড/ফেব্রুয়ারি ৪, ২০১৪)