রাশিয়ার শিশুদের আত্মহত্যায় প্ররোচিত করছে ভৌতিক পুতুল!
দ্য রিপোর্ট ডেস্ক : রাশিয়ার শিশুদের আত্মহত্যায় প্ররোচিত করছে জোম্বি, ভ্যাম্পায়ার ও ওয়ারউলফের আদলে তৈরি বিশেষ ধরনের ভৌতিক পুতুল। দেশটির অভিভাবকদের একটি দল এ অভিযোগ করেছে।
রক্ষণশীল উরাল প্যারেন্টস কমিটি নামে দলটির দাবি, এ ধরনের পুতুল দেশের ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ’ হতে পারে।
এই কমিটি মার্কিন খেলনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যাট্টেলের তৈরি এ ধরনের পুতুলগুলোর বিক্রি নিষিদ্ধ করারও দাবি জানান।
ওই কমিটি জানিয়েছে, অরুচিকর পোশাক পরা এই পুতুলগুলো মৃত ব্যক্তির প্রতিনিধিত্ব করে। এ ধরনের কার্টুন সিরিজগুলোও টেলিভিশনে না দেখানোর দাবি জানান তারা।
একই সঙ্গে পুতুলগুলো আমদানির সময় পরীক্ষা-নিরীক্ষা করারও দাবি জানান তারা। তবে ছয় বছরের এক শিশু জানিয়েছে, সে তার পুতুলকে একটুও ভয় পায় না।
উরাল প্যারেন্টস কমিটি এর আগে পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধেও সোচ্চার হয়েছিলেন। তারা এলটন জনের সমকামী মনোভাবের জন্য ইয়েকাটেরিনবার্গে অনুষ্ঠিত তার কনসার্ট বন্ধের ব্যাপারে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে দাবি জানিয়েছিল। সূত্র : বিবিসি।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/শাহ/ফেব্রুয়ারি ৪, ২০১৪)