যশোরে নির্বাচনী কাজে সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ
যশোর অফিস : জেলায় এক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তিনি সরকারিভাবে বরাদ্দ গাড়ি নিয়ে নির্বাচনী কার্যক্রমে অংশ নেন।
জেলার চারটি উপজেলা নির্বাচনে প্রার্থীদের মঙ্গলবার ছিল মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। এ দিন চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী এসএম হাবিবুর রহমান বরাদ্দকৃত সরকারি গাড়ি নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন। তিনি বর্তমানে চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত গেজেটের অতিরিক্ত সংখ্যার (জানুয়ারি ১৯, ২০১৪ তারিখে প্রকাশিত) ২২(ক) বিধিতে বলা হয়েছে, ‘নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী কার্যক্রমে উপজেলা পরিষদের অফিস ও যানবাহন ব্যবহার করিতে পারিবেন না।’
অথচ এসএম হাবিব যে গাড়িটি নিয়ে নির্বাচনী কাজে রিটার্নিং অফিসারের দফতরে আসেন, সেটি উপজেলা চেয়ারম্যানের জন্য সরকারিভাবে বরাদ্দ।
প্রার্থীর বিধি লঙ্ঘণের এই বিষয়টি ক্যামেরায় ধারণ করতে গেলে স্থানীয় একটি পত্রিকার ফটোসাংবাদিক হানিফ ডাকুয়ার দিকে তেড়ে আসেন হাবিব এবং তার গানম্যান।
এ ব্যাপারে যশোরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটি অবশ্যই নির্বাচনী বিধি লঙ্ঘন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা যে কোনো ব্যক্তি অভিযোগ করলে বিষয়টি ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিতে পাঠানো হবে। তারা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।’
এসএম হাবিবের সঙ্গে থাকা গানম্যান সরকারিভাবে বরাদ্দ কিনা- জানতে চাইলে রিটার্নিং অফিসার বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র দ্য রিপোর্টকে জানান, উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর তার সরকারি গানম্যান প্রত্যাহার করা হয়েছে। এখন অস্ত্রসহ যে ব্যক্তি তার সঙ্গে রয়েছেন, তিনি ব্যক্তিগত কর্মচারী হতে পারেন।
(দ্য রিপোর্ট/একে/এমএইচও/জেএম/এজেড/ফেব্রুয়ারি ৪, ২০১৪)