গাজীপুর সংবাদদাতা : সদ্য কারামুক্ত বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, ‘এই সরকার ফ্যাসিস্ট সরকার। এ সরকার আর মাত্র কয়েক মাস টিকবে।’

তিনি আরও বলেন, ‘অন্যায়ভাবে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হচ্ছে। যতই মিথ্যা মামলা ও হত্যা করা হোক বিরোধী দলের আন্দোলন দমানো যাবে না।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মঙ্গলবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

সকাল ১১টা ২০ মিনিটে প্রথমে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং পরে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন কারাগার থেকে বের হয়ে আসেন।

কারাগেটে এ সময় বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা সদ্য মুক্তিপ্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা জানান।

পরে কারাগেটে অনুষ্ঠিত পথ সভায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এ সব কথা বলেন।

এর আগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয়েছে। এটা অবৈধ সরকার।’

তিনি আরও বলেন, ‘সরকার মধ্যবর্তী নির্বাচন না দিলে দেশে গণবিস্ফোরণ হবে। সেটা কারও জন্যই ভালো হবে না।’

রাজধানীর বাংলামোটর এলাকায় গাড়ি পোড়ানো ও পুলিশ হত্যা মামলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে এবং রমনা থানায় গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে আটক করা হয়।

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন ২৬ জানুয়ারি বিভিন্ন মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান।

(দ্য রিপোর্ট/এমএফ/এমএআর/শাহ/ফেব্রুয়ারি ৪, ২০১৪)