সিলেট অফিস : সিলেটের ছয় উপজেলায় ২৬ জন চেয়ারম্যান, ৪৩ জন ভাইস-চেয়ারম্যান ও ২১জন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রথম দফায় ৩ উপজেলায় এবং বিকেল ৩টা থেকে দ্বিতীয় দফায় আরও ৩ উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। দ্য রিপোর্টকে প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।

সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেড নুরুল হক সকালে জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের এবং বিকেলে জৈন্তাপুর, গোলাপগঞ্জ ও বিশ্বনাথের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দের পরই প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা পোস্টার ছাপতে বিভিন্ন প্রেসে ভিড় করেন। তারা প্রতীক সম্বলিত পোস্টার ছেপে সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকায় ফিরেন।

কে কোন প্রতীক পেলেন

কোম্পানীগঞ্জ : চেয়ারম্যান পদে আলী আহমদ কাপ-পিরিচ, আবদুল বাছির আনারস, জাহাঙ্গীর আলম ঘোড়া, শাহাব উদ্দিন দোয়াত-কলম পেয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে ফরিদ উদ্দিন বাল্ব, আতাউর রহমান টাইপরাইটার, আবদুল মতিন চশমা, ইস্রাফিল আলী জাহাজ, কামাল উদ্দিন মাইক, লাল মিয়া টিউবওয়েল, শাহজাহান চৌধুরী টিয়া পাখি, হুমায়ুন কবীর তালা, শামসুল হক উড়োজাহাজ প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস- চেয়ারম্যান পদে নাসরিন জাহান ফুটবল, রমা রাণী দাস পদ্মফুল ও নুরুন্নাহার কলস প্রতীক বরাদ্দ পেয়েছেন।

জকিগঞ্জ : চেয়ারম্যান পদে লোকমান উদ্দিন চৌধুরী আনারস, ইকবাল আহমদ মোটরসাইকেল, সাইফ উদ্দিন খালেদ হেলিকপ্টার, মতুর্জা আহমদ চৌধুরী দোয়াত-কলম, সিরাজুল হক কাপ-পিরিচ ও ইউনূস আলী ঘোড়া প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বেলাল আহমদ টিউবওয়েল, চেরাগ আলী মাইক, মোহাম্মদ উল্লাহ বুলবুল তালা, মোস্তাকিম হায়দার উড়োজাহাজ, শহীদুল ইসলাম জাহাজ, সারওয়ার হোসেইন চৌধুরী রাজা টিয়া পাখি ও গোলাম রব্বানী চশমা প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সাজনা সুলতানা হক চৌধুরী কলস, ইয়াহইয়া বেগম হাঁস ও সুলতানা আক্তার ফুটবল প্রতীক পেয়েছেন।

গোয়াইনঘাট : চেয়ারম্যান পদে আবদুল হাকিম চৌধুরী আনারস, লুৎফুর রহমান লেবু দোয়াত-কলম ও মাওলানা আবু বক্কর মোটরসাইকেল প্রতীক পেয়েছেন।

ভাইস-চেয়ারম্যান পদে জামাল উদ্দিন জাহাজ, মনসুর আহমদ মাইক, জয়নাল আবেদীন টিউবওয়েল, সামসুদ্দীন ইলিয়াস চশমা ও শাহ আলম স্বপন তালা প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে খোদেজা রহিম কলি পদ্মফুল, মোছা. আফিয়া বেগম ফুটবল ও মনোয়ারা বেগম কলস প্রতীক পেয়েছেন।

জৈন্তাপুর : জৈন্তাপুর উপজেলায় চেয়ারম্যান পদে মো. আবদুল্লাহ পেয়েছেন আনারস প্রতীক, কামাল আহমদ ঘোড়া ও জয়নাল আবেদীন পেয়েছেন দোয়াত-কলম।

ভাইস-চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম পেয়েছেন জাহাজ, এবাদুল্লা উড়োজাহাজ, মাওলানা কবির আহমদ চশমা, আলতাফ হোসেন টিয়া পাখি, ফারুক আহমদ তালা, বশির উদ্দিন মাইক, আবদুর রব বাল্ব প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে সুফিয়া বেগম হাঁস, তসলীমা বেগম পদ্ম ফুল, শিরীন আক্তার ফুটবল, জয়মতী রানী সেলাই মেশিন, আয়শা খাতুন কলস, আয়শা সিদ্দিকা পারুল প্রজাপতি প্রতীক পেয়েছেন।

গোলাপগঞ্জ : গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে ইকবাল আহমদ চৌধুরী পেয়েছেন দোয়াত-কলম, হুমায়ূন আহমদ কামাল ঘোড়া, ইমরান আহমদ চৌধুরী কাপ-পিরিচ, আকবর আলী ফখর আনারস, জিলাল উদ্দিন চিংড়ি মাছ, নাসিরুল হক উড়োজাহাজ, হাফিজ নজমুল ইসলাম মোটরসাইকেল প্রতীক পেয়েছেন।

ভাইস-চেয়ারম্যান পদে মজিবুল হক টিউবওয়েল, শরফ উদ্দিন তালা, সোহেল বক্স জাহাজ, আবদুল হক উড়োজাহাজ, নোমান উদ্দিন বই, মামুনুর রশীদ মামুন মাইক, আনিসুজ্জামান পাবলু চশমা ও শাহিন আহমদ টিয়া পাখি প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নাজিরা বেগম শিলা প্রজাপতি ও শাহানা হোসেন কলস প্রতীক পেয়েছেন।

বিশ্বনাথ : বিশ্বনাথ উপজেলায় চেয়ারম্যান পদে নিজাম উদ্দিন সিদ্দিকী আনারস, মো. ফিরোজ খান পংকি মোটরসাইকেল ও সোহেল আহমদ কাপ-পিরিচ প্রতীক পেয়েছেন।

ভাইস-চেয়ারম্যান পদে আলতাফ হোসেন টিউবওয়েল, মিসবাহ উদ্দিন চশমা, আবদুল ওয়াদুদ উড়োজাহাজ, ফজল খান টিয়া পাখি, নূরুজ্জামান জাহাজ, আহমদ নূরুর উদ্দিন তালা ও আবদুল কালাম বাল্ব প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নূরুন নাহার বেগম কলস, আঙ্গুরা বেগম ফুটবল, স্বপ্না শাহিন প্রজাপতি, শারমিন বেগম পদ্মফুল প্রতীক পেয়েছেন।

(দ্য রিপোর্ট/এমজেসি/এপি/ ফেব্রুয়ারি ০৪, ২০১৪)