দ্য রিপোর্ট প্রতিবেদক : লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় এসেছেন ফাতেমাতুজ জোহরা ঈতিশা। তার অভিনীত ‘জিরো থেকে হিরো’ চলচ্চিত্রের কাজ প্রায় শেষের পথে।

এ প্রসঙ্গে ঈতিশা বলেন, ‘শাহিন সুমনের ‘জিরো থেকে হিরো’ চলচ্চিত্রের কাজ করছি। নব্বই ভাগ কাজ শেষ হয়ে গেছে। এখানে আমি গরীব ঘরের মেয়ের চরিত্রে অভিনয় করছি। আমার সঙ্গে অভিনয় করছেন জেফ।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া নতুন আরেকটি চলচ্চিত্রের ব্যাপারে কথা হচ্ছে।’

নাটকে অভিনয় নিয়ে জানতে চাইলে তিনি ঈতিশা বলেন, ‘এখন নাটকের কাজ করছি না। ভাল গল্প ও নির্মাতা পেলে কাজ করব।’

ঈতিশা, জেফ ছাড়াও ‘জিরো থেকে হিরো’ চলচ্চিত্রে অভিনয় করছেন। এ ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, ববিতা, অমিত হাসান। এ ছাড়া নেতিবাচক চরিত্রে রয়েছেন ঈতিশার বাবা নানা শাহ।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)