বরিশালে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
বরিশাল সংবাদদাতা : ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদসহ অন্যান্য নেতাকর্মীদের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল। অশ্বিনী কুমার হল সংলগ্ন দলীয় কার্যালয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, আন্দোলন সংগ্রাম ভয় পেয়ে সরকার ছাত্রদলের কেন্দ্রীয় নেতাসহ দেশের বিভিন্নস্থানে কর্মীদের আটক করেছে। জনগণের দ্বারা নির্বাচিত নয় বলে শেখ হাসিনা সরকার আন্দোলন বন্ধ করতে এ কাজ করছে। অনতিবিলম্বে নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি না দিলে সরকার পতনের বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা।
জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম-আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, রফিকুল ইসলাম, হাবিবুর রহমানসহ অন্যরা।
(দ্য রিপোর্ট/বিএস/এফএস/এপি/সা/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)