গাজীপুরে দুই মৃতদেহ উদ্ধার
গাজীপুর সংবাদদাতা : গাজীপুর সিটি করপোরেশনের দুটি পৃথক স্থান থেকে এক গ্যাসমিস্ত্রী ও এক গার্মেন্টকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মহানগরের দিঘীরচালা ও পশ্চিম চান্দনা এলাকা থেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক সংবাদের সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, দুটি ঘটনায় পৃথক হত্যা মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিঘীরচালা থেকে উদ্ধার রাজমিস্ত্রি ইদ্রিস আলী (৪০) মহানগরের দীঘির চালা এলাকার রফিজ উদ্দিনের ছেলে। চান্দনা মধ্যপাড়া এলাকা থেকে উদ্ধার গার্মেন্টকর্মী নুরেছা খাতুন (৩০) ওই এলাকার মনিরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া। নিহত নুরেছা ময়মনসিংহের হালুয়াঘাট থানার পূর্ব নড়াইল গ্রামের বাসিন্দা। তিনি চান্দনা এলাকায় বসবাসরত গার্মেন্টকর্মী সুজন মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, জেলার মহানগরীর দীঘিরচালা এলাকার গ্যাসমিস্ত্রি ইদ্রিস সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে একই এলাকার সিটি মডেল স্কুলের পেছনের একটি গলি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ছাড়া মহানগরের চান্দনা মধ্যপাড়া এলাকা থেকে নুরেছা খাতুন নামে এক গার্মেন্টকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
(দ্য রিপোর্ট/এমএমএফ/এমএইচও/এপি/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)