কৃষি খাতে সহায়তায় আগ্রহী ব্রাজিল
দ্য রিপোর্ট কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের কৃষি খাতে সহায়তায় আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মিজ ওয়ানজা কাম্পোস দা নব্রেগা মঙ্গলবার সকাল ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় ব্রাজিলের রাষ্ট্রদূত জানান, দেশটি বাংলাদেশের কৃষিখাতে সহায়তা করতে আগ্রহী। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ায় ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রীর অভিনন্দন পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
সাক্ষাৎ শেষে শাহরিয়ার আলম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলেই ব্রাজিলে বাংলাদেশ দূতাবাস পুনরায় স্থাপন করা হয়েছে এবং ফলশ্রুতিতে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সব বিষয়ে বিশেষ করে বাণিজ্য, কৃষি ও সাংস্কৃতিক ক্ষেত্রে সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসন্ন বিশ্বকাপ ফুটবল আয়োজনে ব্রাজিলের সাফল্য কামনা করেন।
বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক পদে তার দেশের প্রার্থীর প্রতি এবং হিউম্যান রাইটস কাউন্সিল, সিডও ও আন্তর্জাতিক ম্যারিটাইম অর্গানাইজেশনের নির্বাচনে ব্রাজিলের প্রার্থীতার প্রতি সমর্থন দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান ব্রাজিলের রাষ্ট্রদূত। পাশাপাশি হিউম্যান রাইটস কাউন্সিল ও সিডও-এর ভবিষ্যত নির্বাচনে বাংলাদেশের প্রার্থীতার প্রতি ব্রাজিলের সমর্থন নিশ্চিত করেন।
রাষ্ট্রদূত মিজ ওয়ানজা কাম্পোস দা নব্রেগা বলেন, ২০০২ এর তুলনায় দু’দেশের মধ্যে বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্য ১৮ গুণ বৃদ্ধি পেয়েছে।
(দ্য রিপোর্ট/জেআইএল/জেএম/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)