ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়ীয়ায় স্থানীয় ১২ ছাত্রলীগ নেতার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। জেলা ছাত্রলীগের পক্ষ থেকে মঙ্গলবার এ কর্মসূচি পালন করা হচ্ছে।

২০১১ সালের এ দিনে উপ-নির্বাচনে জয়ী হওয়ার পর ব্রাহ্মণবাড়ীয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মাজার জিয়ারত করতে যান। সে দিন তার সফরসঙ্গী হয়েছিলেন জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। মাজার জিয়ারত শেষে ব্রাহ্মণবাড়ীয়ায় ফেরার পথে ফরিদপুর ভাঙ্গায় এক সড়ক দুর্ঘটনায় গাড়িচালকসহ ১২ ছাত্রলীগ নেতা নিহত হন।

নিহতরা হলেন- শান্ত, বাবু, লিয়েন, রুমেল, রায়হান, আলমগীর, তানভীর, রিয়াদ, মুরশেদ, আসিফ, এমরান ও মিজান।

ছাত্রনেতাদের মৃত্যুবাষির্কী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে ব্রাহ্মণবাড়ীয়া জেলা ছাত্রলীগ। কর্মসূচির মধ্যে রয়েছে শোক র‌্যালি, নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।

কর্মসূচিতে সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও পৌর মেয়র মো. হেলাল উদ্দিনসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

(দ্য রিপোর্ট/এসকে/এফএস/এসকে/সা/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)