ঝিনাইদহ সংবাদদাতা : জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ওপার থেকে তার কাটার যন্ত্রপাতিসহ পাঁচ বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতের হাঁসখালী থানার পুলিশ।

সীমান্তের কাঁটাতারের বেড়া থেকে ভারতের ৫ শ’ গজ ভেতরে ঢোকার পর রামনগর গ্রাম থেকে মঙ্গলবার সকালে পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন- বাবুল মণ্ডল, ছটু মণ্ডল, সুলতান, তুহীন ও কামাল হোসেন। আটকদের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া ও খোশালপুর গ্রামে।

বিজিবি-৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল এস এম মনিরুজ্জামান দ্য রিপোর্টকে জানান, বাংলাদেশি পাঁচ গরু ব্যবসায়ী সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে সকাল সাড়ে ৮টার দিকে ভারতের ৫ শ’ গজ ভেতরে ঢুকে যায়। এ সময় ভারতের হাঁসখালী থানার পুলিশ তাদের কাঁটাতারের বেড়া কাটার যন্ত্রপাতিসহ আটক করে।

তাদের ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হলেও তাদের ফেরত দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

পতাকা বৈঠকে বিএসএফ বলেছে, তাদের যেহেতু পুলিশ আটক করেছে তাই এ ব্যাপারে বিএসএফ’র কিছু করার নেই। আটকদের ভারতের হাঁসখালী থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।

(দ্য রিপোর্ট/আরএইচ/এমএইচও/এসকে/সা/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)