রংপুর সংবাদদাতা : রংপুরের বদরগঞ্জ উপজেলায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে একটি কাভার্ড ভ্যান খাদে পড়ে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১৪ জন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, কাভার্ড ভ্যানটি দুপুর ১২টার দিকে রংপুর থেকে দিনাজপুরের স্বপ্নপুরীর উদ্দেশে যাচ্ছিল। ভ্যানটি বদরগঞ্জের ঘুলুরঘাট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়।

(দ্য রিপোর্ট/আরআই/ইইউ/এসকে/সা/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)