সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার আশাশুনি উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসিন আলী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগের প্রার্থী এবিএম মোস্তাকিম পেয়েছেন চিংড়ি মাছ, আশাশুনির কুল্যা ইউনিয়নের চেয়ারম্যান বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম পেয়েছেন ঘোড়া, জাতীয় পার্টির প্রার্থী স ম সালাউদ্দীন পেয়েছেন মোটরসাইকেল, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার হাফিজুর রহমান পেয়েছেন আনারস ও জামায়াতের প্রার্থী নু আ ম মুর্তজা আলী পেয়েছেন দোয়াত-কলম প্রতীক।

একইভাবে ছয়জন ভাইস চেয়ারম্যান ও চারজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর রিটার্নিং অফিসার প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি সম্পর্কে অবহিত করেন।

আগামী ১৯ ফেব্রুয়ারি আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/এমআর/ইইউ/এসকে/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)