সাতক্ষীরা সংবাদদাতা : জেলার শ্যামনগর উপজেলার জয়নগর এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামাল হোসেন (৩২) নামে এক যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত যুবদলকর্মী শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের আশরাফুল সরদারের ছেলে। তাকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিয়া দ্য রিপোর্টকে জানান, জামাল হোসেনের বিরুদ্ধে গাছকাটা ও নাশকতা সৃষ্টিসহ ৮টি মামলা রয়েছে। ভোরে পুলিশ তাকে বাসা থেকে আটক করে থানায় নিয়ে আসছিল। পথিমধ্যে জয়নগরে পৌঁছলে তার লোকজন ৩টি হাত বোমা ও ৫ রাউন্ড গুলিবর্ষণ করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় পুলিশ ১০ রাউন্ড গুলিবর্ষণ করলে জামালের ডান পায়ে গুলি লাগে। এ ঘটনায় শ্যামনগর থানার পুলিশ কনস্টেবল মিলন দাশ ও কনস্টেবল ফেরদৌস হোসেন সামান্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

কাশিমাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওলিউল্লাহ দ্য রিপোর্টকে জানান, জামাল যুবদলের একনিষ্ঠ কর্মী। সে তার চাচাত ভাইয়ের বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় রাত ২টার দিকে তাকে আটক করে পুলিশ।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এমএইচও/এপি/এসকে/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)