জেনারেশন নেক্সটের রাইট অনুমোদন
দ্য রিপোর্ট প্রতিবেদক : জেনারেশন নেক্সটের রাইট শেয়ারের আবেদন অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের ৫০৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জেনারেশন নেক্সট পুঁজিবাজারে মোট ১১ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৪০০টি সাধারণ শেয়ারের বিপরীতে রাইট শেয়ার ছাড়বে। প্রতি ৩টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে কোম্পানিটি ১১২ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার টাকা সংগ্রহ করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)