চট্টগ্রাম অফিস : লোহাগাড়া উপজেলার চুনতিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ড. আবু রেজা নদভীর ওপর জুতা নিক্ষেপ ও হামলার ঘটনায় জামায়াত-শিবিরের আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কবির জানান, সংসদ সদস্যের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সকলেই স্থানীয় জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।

এর আগে, গত তিন দিনে ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

উল্লেখ্য, শুক্রবার রাতে উপজেলার চুনতি ইউনিয়নে শাহ সাহেব কেবলা (র.) এর ১৯ দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিলের শেষ দিনে বিশেষ মেহমান সাতকানিয়া-লোহাগাড়া আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীর ওপর হামলা চালায় জামায়াত-শিবিরের কর্মীরা।

ওই ঘটনায় শনিবার দুপুরে জামায়াতের সাবেক দুই সংসদ সদস্যসহ অন্তত ১২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন হাজার জনকে আসামি করে একটি মামলা করে পুলিশ। এতে হত্যার চেষ্টা ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়।

(দ্য রিপোর্ট/এমকে/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)