পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীতে পৃথক ঘটনায় তানিয়া আক্তার ও সাবিনা ইয়াসমিন নামে দুই কিশোরী আত্মহত্যা করেছে। প্রেমঘটিত কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহরের সবুজবাগ ৩ নম্বর লেনের বাসিন্দা শিক্ষক মিনাজ উদ্দিন সিকদারের মেয়ে সাবিনা ইয়াসমিন মঙ্গলবার ভোরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সকালে পরিবারের সদস্যরা সাবিনার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এলাকাবাসীর ধারণা প্রেমঘটিত কারণে সাবিনা আত্মহত্যা করেছে। তবে তার পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

অন্যদিকে পৃথক ঘটনায় কলাপাড়া উপজেলার পাখিমারা বাজার এলাকায় তানিয়া নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সোমবার দিনগত রাতের কোনো এক সময় ঘরে আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে তানিয়া।

পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠিয়েছে।

(দ্য রিপোর্ট/বিডি/কেএন/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)