বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহারের আহ্বান এফবিসিসিআই’র
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৃহস্পতিবারের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এক বিবৃতিতে মঙ্গলবার এ আহ্বান জানায় এফবিসিসিআই।
এ হরতাল রাজনৈতিক অঙ্গনের সাথে সাথে সামষ্টিক অর্থনীতিতে পুনরায় এক অরাজক ও সংকটময় পরিস্থিতির সৃষ্টি করবে বলে এফবিসিসিআই মনে করে।
বিবৃতিতে বলা হয়, দশম জাতীয় নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী রাজনৈতিক সহিংসতায় বর্তমানে দেশের অর্থনীতি এক চরম সংকটের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে। এমতাবস্থায় আহুত হরতাল দেশের সার্বিক অর্থনীতিকে আরও সংকটের দিকে নিয়ে যাবে। যা আমাদের কারোরই কাম্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ ১৪ জনের ফাঁসির রায় ঘোষণা করেন আদালত। এর প্রতিবাদে বৃহস্পতিবারে হরতাল দেশের প্রচলিত বিচার ব্যবস্থার প্রতি অবমাননাকর। উচ্চ আদালতে আপিল করার সুযোগ ও আইনি ব্যবস্থায় তা সমাধানের ব্যবস্থা থাকা সত্ত্বেও বিচারিক বিষয় নিয়ে হরতাল দেশকে অস্থিতিশীল করার এক কর্মসূচি বলে দেশের ব্যবসায়ী সমাজ মনে করে।
(দ্য রিপোর্ট/এআই/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)