আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের আলী হোসেনের ছেলে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্থানীয় ডুগডুগি পশুহাট থেকে গরু কিনে বিল্লাল হোসেনসহ ছয় গরু ব্যবসায়ী পাওয়ারট্রলিতে চড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বোয়ালমারি নামক স্থানে চলন্ত পাওয়ারট্রলিটি ভেঙ্গে পড়লে তারা আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত বিল্লালকে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় আনার পথে মঙ্গলবার দুপুর ১টার দিকে তিনি মারা যান।
(দ্য রিপোর্ট/আরআর/এফএস/এসকে/এনআই/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)