এক হাজার টাকায় রফা, তবু শেষ রক্ষা হল না!
যশোর অফিস : এক হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারত থেকে আনা ৩৮ পিস শাড়িসহ এক বাসযাত্রীকে ছেড়ে দেয় রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ। কিন্তু বিষয়টি দ্য রিপোর্ট জেনে সংবাদ প্রকাশের জন্য ওই থানার ওসির কাছে সত্যতা জানতে চাইলে তিনি তা খতিয়ে দেখার কথা বলেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যাত্রীবাহী বাসটি মানিকগঞ্জের শিবালয় থানা এলাকায় এলে বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা বাসযাত্রী সীমান্তকে মালামালসহ নামিয়ে নিয়ে যায়।
ওই বাসের প্রত্যক্ষদর্শী এক যাত্রী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় দৌলতদিয়া ঘাট এলাকায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ওই বাসযাত্রীকে প্রথমে আটক করে এবং এক হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেয়।
কলকাতা-ঢাকা রুটে চলাচলকারী সোহাগ পরিবহনের (ঢাকা মেট্রো-গ ১৪৬৬৫৮) সুপারভাইজার ওমর ফারুক বলেন, দৌলতদিয়া ঘাটের দুই কিলোমিটার আগে পুলিশের নির্দেশে বাসটি দাঁড় করানো হয়। এ সময় গোয়ালন্দ ঘাট থানার এসআই মোল্লা জাকিরের নেতৃত্বে পুলিশের একটি দল গাড়ি তল্লাশি করে। তারা সীমান্ত নামের বাংলাদেশী এক যাত্রীর লাগেজ থেকে ৩৮ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে। পরে টাকার বিনিময়ে শাড়িসহ ওই যাত্রীকে ছেড়ে দেয় ।
তিনি আরও বলেন, ঘুষ হিসেবে পুলিশকে পাঁচ হাজার টাকা দেন সীমান্ত।
তবে সীমান্ত বলেন, তিনি পুলিশকে এক হাজার টাকা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী যাত্রীরা দ্য রিপোর্টকে বলেন, এসআই মোল্লা জাকির এ সময় উপস্থিত যাত্রীদের উদ্দেশে বলেন, ‘এগুলো অস্ত্র নয়, মাদকও নয়। যাত্রীদের অনুরোধে মালসহ তাকে (সীমান্ত) ছেড়ে দেওয়া হলো।’
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার দ্য রিপোর্টকে জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খতিয়ে দেখা হচ্ছে।
ধারণা করা হচ্ছে গোয়ালন্দ ঘাট থানার ওসিকে ঘটনার সত্যতা জানার জন্য দ্য রিপোর্টের পক্ষ থেকে ফোন করার পর তিনি (ওসি) বিষয়টি শিবালয় থানাকে জানান। এরপরই সীমান্তকে আটক করে বরঙ্গাইল হাইওয়ে পুলিশের সদস্যরা।
(দ্য রিপোর্ট/একে/এফএস/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৪৫)