দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), পুনঃগণপ্রস্তাব (আরপিও) এবং রাইট ইস্যুর তহবিল ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন বৈদেশিক অধিভুক্ত (ফরেইন অ্যাফিলেটেড) নিরীক্ষক দিয়ে নিরীক্ষার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পাশাপাশি সংশ্লিষ্ট কোম্পানিটির পরিচালনা পর্ষদের প্রত্যায়নসহ প্রতিবেদন ত্রৈমাসিক ভিত্তিতে কমিশনে জমা দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিএসইসির ৫০৭তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিশনের দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক গণপ্রস্তাব, পুনঃগণপ্রস্তাব এবং রাইট ইস্যুর ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ২সিসি ধারা এর বিশেষ ক্ষমতাবলে কমিশন এই শর্ত আরোপ করেছে। শর্তটি হল- আইপিও, আরপিও এবং রাইট ইস্যুর তহবিল ব্যবহার সংক্রান্ত প্রতিবেদন ফরেইন অ্যাফিলেটেড নিরীক্ষক দ্বারা নিরীক্ষাপূর্বক পরিচালনা পর্ষদের প্রত্যায়নসহ ত্রৈমাসিক ভিত্তিতে কমিশনে জমা দিতে হবে।

(দ্য রিপোর্ট/এনটি/ডব্লিউএন/আরকে/ফেব্রুয়ারি ৪, ২০১৪)