৪ ফেব্রুয়ারির গেইনার তালিকা
দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকার প্রথম স্থানে উঠে এসেছে দেশ গার্মেন্টস। এদিন এ শেয়ারের দর আগের দিনের চেয়ে ৯.৫৪ শতাংশ বা ৭.২ টাকা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে আরএকে সিরামিকের শেয়ার দর বেড়েছে ৭.৩৩ শতাংশ বা ৪.১ টাকা, সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ৬.৮১ শতাংশ বা ৬ টাকা, সাফকো স্পিনিংয়ের ৪.৭৭ শতাংশ বা ১.৪ টাকা, জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৪১ শতাংশ বা ০.৩ টাকা, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ৪.৪১ শতাংশ বা ০.৩ টাকা, আলহাজ্জ্ টেক্সটাইলের ৩.৭৭ শতাংশ বা ৩.১ টাকা, ন্যাশনাল ব্যাংকের ৩.৫৪ শতাংশ বা ০.৫ টাকা, গোল্ডেন সনের ৩.৪৯ শতাংশ বা ২.১ টাকা এবং সায়হাম টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ৩.৩৩ শতাংশ বা ১.১ টাকা।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এনআই//ফেব্রুয়ারি ০৪, ২০১৪)