‘বাংলাদেশের চ্যানেল ভারতে সম্প্রচার না হওয়া দুঃখজনক’
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো ভারতে সম্প্রচার না হওয়াকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশি চ্যানেলগুলো যাতে সহজে প্রতিবেশী দেশ ভারতে সম্প্রচার হতে পারে সেজন্য উদ্যোগ নেওয়া হবে। খুব শিগগিরই এ নিয়ে আলোচনা করা হবে।’
সচিবালয়ে মঙ্গলবার বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর মালিকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স’ (অ্যাটকো)-এর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
সংগঠনের সভাপতি ও এনটিভি চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু, সাধারণ সম্পাদক ও চ্যানেল আই’র বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ, মাছরাঙ্গা টেলিভিশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, চ্যানেল টোয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, চ্যানেল একাত্তরের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশি চ্যানেলগুলোকে সিরিয়ালের শুরুতে রাখতে ক্যাবল অপারেটরদের নির্দেশ দেওয়া হবে বলে।’
একে আজাদ বলেন, ‘ক্যাবল অপারেটররা যাতে বাংলাদেশি চ্যানেলগুলোকে সামনে রাখে এ জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি জরুরি। নতুন টেলিভিশন চ্যানেলের মালিকরা বেশি নির্যাতিত হচ্ছেন।’
গাজী টিভির চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বলেন, ‘নতুন চ্যানেল আসলে ক্যাবল অপারেটরদের ২০ থেকে ২২ লাখ টাকা ঘুষ দিতে হয়। এটা বন্ধ করতে হবে।’
এফবিসিসিআই’র সাবেক সভাপতি আনিসুল হক বলেন, ‘দেশে ২ থেকে আড়াই কোটি ক্যাবল সংযোগ আছে কিন্তু আমরা ২ লাখ সংযোগের টাকা তুলতে পারি না। আর অন্যদেশ কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে।’
(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)