দক্ষিণে আয় নেই : হাজি সেলিম
দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা সিটি করপোরেশন বিভক্তি সঠিকভাবে হয়নি বলে সংসদে জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট নেতা হাজী মো. সেলিম। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সময়োপযোগী সিন্ধান্তে ঢাকা সিটি করপোরেশনকে উত্তর-দক্ষিণ দুই ভাগে ভাগ করা হয়। কিন্তু সেই ভাগ সঠিকভাবে হয়নি। উত্তরে আয় বেশি হলেও দক্ষিণে আয় নেই।’
দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মঙ্গলবার তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপনের আগে দেওয়া ভূমিকা বক্তব্যে তিনি এ তথ্য জানান।
এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘দক্ষিণে প্রশাসক বসতে না বসতেই ঠিকাদাররা ১১৩ কোটি টাকা সিটি করপোরেশনের কাছে পায় বলে দাবি করে। কিন্তু সিটি করপোরেশনে টাকা না থাকায় কোনো উন্নয়নমূলক কাজ এগিয়ে চলছে না।’ তাই বিভক্ত সিটি করপোরেশন পুনর্মূল্যায়নের দাবি জানান তিনি।
একই সঙ্গে আর্থিক সংকট কাটিয়ে উঠতে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড়ের দাবি জানান হাজি সেলিম।
ঢাকার আরেক সদস্য ব্যরিস্টার ফজলে নূর তাপস সম্পূরক প্রশ্নে দাঁড়িয়ে একই দাবি জানান। তিনি বলেন, ‘দক্ষিণ সিটি করপোরেশন চরম অর্থ সংকটে ভুগছে। ফলে কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না।’
(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)