চতুর্থ দিনে ৫৭টি নতুন বই
দ্য রিপোর্ট প্রতিবেদক : মেলার চতুর্থ দিন মঙ্গলবারে নজরুল মঞ্চে উন্মোচিত হয়েছে ৫টি নতুন বইয়ের মোড়ক। এরমধ্যে সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের গল্পগ্রন্থ ‘পরী’র মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক আনিসুল হক। ধ্রুব এষের অঙ্কিত প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে অনন্যা।
মেলার চতুর্থ দিনে ৫৭টি নতুন বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে গল্পের বই ১০টি, উপন্যাস ১২টি, প্রবন্ধ ৩টি, গবেষণা ১টি, ছড়া ২টি, শিশুসাহিত্য ২টি, জীবনী ২টি, মুক্তিযুদ্ধ ২টি, নাটক ২টি, ইতিহাস ১টি, রম্য/ধাঁধা ২টি, ধর্মীয় গ্রন্থ ১টি ও অন্যান্য বিষয়ের উপর রয়েছে ৪টি বই।
এরমধ্যে অন্যপ্রকাশ হুমায়ূন আহমেদের শিশুতোষ গ্রন্থ ‘বোকা রাজার সোনার সিংহাসন’, অনুপম মিজানুর রহমান সজল ও জাফর সাদিকের সম্পাদনায় ‘জয়তু মুজিব’, জাকির তালুকদারের ‘কল্পনা চাকমা ও রাজার সেপাই’ ইত্যাদি গ্রন্থ প্রকাশ করেছে। হাসান আজিজুল হকের ‘সক্রেটিস’ প্রকাশ করেছে প্রকাশ, হাসনাত আবদুল হাইয়ের ‘বৈশাখে ভার্জিনিয়া উলফ্’ ও শাহদুজ্জামানের ‘শাহবাগ ২০১৩’ প্রকাশ করেছে আগামী, শেখ আবদুল হাকিমের ‘হয় আমি থাকব, নয়তো ভূত, ‘এই ভূতটা ভাইরাস’ ও ‘এর জন্যে মানুষ কাঁদে’, বেগম আকতার কামালের ‘রবীন্দ্রনাথ যেথায় যত আলো’ প্রকাশ করেছে অবসর ও প্রতীক প্রকাশনী, শামসুজ্জামান খানের ‘কালো মানিকের গল্প ও অন্যান্য’ প্রকাশ করেছে রাত্রি প্রকাশনী, ইমদাদুল হক মিলনের ‘কাঁদছো কেন, রাজকন্যা’, তৌহিদুর রহমানের ‘একটি ঝিঁঝি পোকা ও কয়েকটি জোনাকী’ প্রকাশ করেছে অনন্যা, বিভাস প্রকাশ করেছে নির্মলেন্দু গুণের ‘রক্তঝরা নভেম্বর ১৯৭৫’, ‘একুশের একশ কবিতা’ ও ‘রাজনৈতিক কবিতা’, মুহম্মদ জাফর ইকবালের ‘টুনটুনি ও ছোটাচ্চু’, আনিসুল হকের ‘হাসতে হাসতে খুন’ প্রকাশ করেছে পার্ল, ঐতিহ্য প্রকাশ করেছে মুজিব মেহদীর ‘জঙ্গলের নিজস্ব শব্দাবলি’, নালন্দা থেকে প্রকাশিত হয়েছে শামসুজ্জামান খানের ‘ ফোকলোর অব বাংলাদেশ’। এছাড়া উৎস প্রকাশের সুমন কুমার দাশের ‘দুর্বিন শাহ সমগ্র’ অন্যতম।
(দ্য রিপোর্ট/এমএ/কেএম/এনআই/ফেব্রুয়ারি ০৪,২০১৪)