মঞ্জুর হত্যা মামলা
রায়ের আগে বিচারক বদলি
দ্য রিপোর্ট প্রতিবেদক : সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে মেজর জেনারেল এম আবুল মঞ্জুর হত্যা মামলার রায় ঘোষণার ছয়দিন আগে বিচারক হোসনে আরাকে বদলি করা হয়েছে। বর্তমানে দ্বিতীয় জেলা জজ আদালতের বিচারক খন্দকার হাসান মাহমুদ ফিরোজকে প্রথম অতিরিক্ত জেলা জল আদালতে বদলি করা হয়েছে।
এ পর্যন্ত মঞ্জুর হত্যা মামলার ২৩ জন বিচারক বদলি হয়েছেন। ১০ ফেব্রুয়ারি এ মামলার রায় ঘোষণার নির্ধারিত দিন।
মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান খান রথি দ্য রিপোর্টকে বলেন, ‘এ মামলার নতুন বিচারক আসায় যুক্তিতর্ক শুনানি নতুন করে হতে পারে। এ ছাড়া ১০ ফেব্রুয়ারি এ মামলার রায় হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।’
এ মামলার প্রধান আসামি জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদসহ পাঁচজন। মামলার অভিযোগপত্রভুক্ত বাকি চার আসামি হলেন- অবসরপ্রাপ্ত মেজর কাজী এমদাদুল হক, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়া, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল লতিফ ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান শামসের। মামলার পাঁচ আসামিই উচ্চ আদালতের জামিনে রয়েছেন।
১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রামে একদল সৈন্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমান। ওই ঘটনার পর পুলিশের হাতে আটক হন জেনারেল মঞ্জুর। পুলিশ হেফাজত থেকে ১ জুন চট্টগ্রাম সেনানিবাসে নেওয়ার পর তাকে গুলি করে হত্যা করা হয়।
এর ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি মামলা করেন মঞ্জুরের ভাই। ১৯৯৫ সালের ২৭ জুন এরশাদসহ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি।
(দ্য রিপোর্ট/জেএ/এনডিএস/এএল/এজেড/ফেব্রুয়ারি ৫, ২০১৪)