ব্রাহ্মণবাড়ীয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়ীয়ায় পৃথক অভিযানে ২ ডাকাতসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়ীয়া মডেল (সদর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, মঙ্গলবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়ীয়ার ঘাটুরার ১ নম্বর গ্যাস ফিল্ডের কাছে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে অস্ত্রসহ আটক করে পুলিশ। আটকরা হলো- জেলার নাসিরনগর উপজেলার উত্তর হাটির রফিকুল ইসলামের ছেলে মোঃ আলী নূর (২০) ও আশুগঞ্জ উপজেলার সোহাদপুর গ্রামের মৃত কালা মিয়ার পুত্র মোঃ হাফিজ মিয়া (২৫)। এ সময় তাদের কাছ থেকে ১টি রামদা ১টি ছোড়া ১টি লোহার শাবল ও একটি লোহার কেচি উদ্ধার করা হয়। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

এদিকে একই দিন বিকাল ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়ীয়ার রামরাইল-উরশিউরার মধ্যবর্তী ব্রিজ হতে একটি কার ও মাদকসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো-জেলার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের ইলিয়াস আলীর ছেলে সুমন মিয়া (২৫) মেরাসানি গ্রামের মৃত ফরিদ খানের ছেলে জনি খান (২২) নলগড়িয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে আবু সালেহ মিয়া (২৪) ও মেরাশানি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে জুয়েল (১৮)। এ সময় তাদের কাছ থেকে ব্রুপ্রিনরপিন নামক ৯০০ পিস নেশা জাতীয় ইনজেকশন আটক করা হয়।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/এপি/এএল/জানুয়ারি ০৪, ২০১৪)