পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮
দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিম শহর পেশোয়ারের একটি মার্কেটে চালানো আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। খবর আলজাজিরার।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার একটি শিয়া মসজিদ ও শিয়াদের চালানো হোটেলের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটির সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা পিছিয়ে যাওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটল।
এ ছাড়া একই দিন করাচির লান্ধি এলাকায় ট্রেনে হামলায় পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
(দ্য রিপোর্ট/এসকে/এএল/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)