সিঙ্গাইরে গাজর চাষীদের মুখে হাসি
নাসির উদ্দিন সামি, মানিকগঞ্জ : চলতি রবি মৌসুমে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলাজুড়ে গাজরের বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলনে ২০-২৫ হাজার কৃষকের মুখে হাসি ফুটেছে। সেই সঙ্গে দেশের অর্থনীতিতে কোটি কোটি টাকা জোগান দিচ্ছে। স্বাবলম্বী হচ্ছেন সিঙ্গাইরের চাষিরা।
অল্প সময়ে অধিক ফলন, অধিক লাভ এবং এ এলাকা গাজর চাষে উপযোগী হওয়ায় এ চাষে আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা। সাধারণত কার্তিক মাসে গাজর চাষ করে থাকেন চাষিরা। টানা তিন মাস পরিচর্যায় পরিপুষ্ট হলে গাজর বিক্রি করে থাকেন তারা। এখন গাজর বিক্রি শুরু হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় পাইকাররা ক্রয় করে জমি থেকে তুলে নিচ্ছেন এবং কৃষকরা নিজেরা জমি থেকে তুলে স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে ঢাকার কারওয়ান বাজার, শ্যামবাজার ও মিরপুর বাজারে বিক্রি করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ অঞ্চলে গাজর চাষ হয়েছে ১২.০৫শ’ হেক্টর। বিগত বছরগুলোতে গাজর চাষ হতো ১১০০ হেক্টর।
উপসহকারী কৃষি কর্মকর্তা দুলাল চন্দ্র দাস জানান, ৯০ থেকে ১০০ দিনে গাজর পরিপুষ্ট হয়। প্রতি বিঘায় খরচ পড়ে ২০ থেকে ২৫ হাজার টাকা। কিন্তু লাভ হয় অধিক। প্রতিবিঘা জমিতে ১৩০-১৪০ মণ গাজর উৎপাদন হয়ে থাকে। আর বর্তমানে বাজারে কৃষকেরা ২০-২৫ টাকা কেজি দরে গাজর বিক্রি করছেন।
পৌরসভার নয়াডাঙ্গী মহল্লার গাজর চাষি আয়নাল হক বলেন, আগের তুলনায় এ বছর খরচ হয়েছে বেশি। ফলন ভালো পেয়েছি, দামও ভালো পাচ্ছি। জয়মন্টপ গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, গাজর গাছের উপরের অংশ গরুকে খাওয়ানো যায়। গরু মোটাতাজাকরণে গাজর গাছ খুব উপকারী। তাছাড়া সবজি হিসেবে গাজর খুব জনপ্রিয় এবং ভিটামিন বি হিসেবে কার্যকর।
উপজেলার নয়ানী গ্রামে গাজর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত নিয়ামত মিয়া জানান, ফেব্রুয়ারির দিকে সিঙ্গাইরে গাজর তোলার ধুম পড়ে। এ সময় বাড়ির সবাই গাজর তোলা ও ধোয়ার কাজে ব্যস্ত সময় পার করে থাকেন। শ্রমিকেরাও তাদের শ্রম বিক্রি করে বেশ লাভবান হন। কোনো সময়ই তারা অলস সময় কাটাতে পারেন না।
সিঙ্গাইর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, এক সময়ের নদীমাতৃক সিঙ্গাইরে কোনো ফলনই ভালো হতো না। সময়ের বিবর্তনে এবং চাষিদের চাষবাস পরিবর্তনে সিঙ্গাইরে গাজর চাষিরা আজ সিঙ্গাইরকে তথা সমগ্র দেশের অর্থনীতির চাকাকে আরও সচল করেছেন। এনেছেন নিজেদের অর্থনৈতিক মুক্তি। সিঙ্গাইরের মাটি গাজর চাষের উপযোগী হওয়ায় এবং অল্প সময়ে চাষ করে অধিক লাভের আশায় এখানকার কৃষকেরা গাজর চাষ করেন।
(দ্য রিপোর্ট/এনইউ/এএস/এএল/ফেব্রুয়ারি ৫, ২০১৪)