নেত্রকোনা সংবাদদাতা : সদর উপজেলার মোহনগঞ্জ সড়কে তান্দুলিয়া কালীবাড়ির সামনে মোটরসাইকেল ও পালকি পরিবহন নামে একটি যাত্রীবাহী নাইট কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই চার মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি।

বুধবার সকাল সাড়ে ৭টা দিকে এ ঘটনা ঘটে।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, ঠাকুরকোনা বাজার থেকে ভাড়ার মোটরসাইকেলে করে চারজন নেত্রকোনার দিকে আসছিলেন। এ সময় পালকি পরিবহনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন আরোহী নিহত হন।

এ ঘটনায় বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যান বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/জিবি/এমএইচও/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৫, ২০১৪)