যশোরে যুবলীগ নেতার মৃতদেহ উদ্ধার
যশোর অফিস : জেলা সদর উপজেলার চুড়ামনকাটিতে জাকির হোসেন নামে এক যুবলীগ নেতার গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃতদেহটি উদ্ধার করে মঙ্গলবার রাত ১টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। নিহত জাকির চুড়ামনকাটি গ্রামের আমির হোসেন গোলদারের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সদর উপজেলার সাজিয়ালী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহীনুর রহমান দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চুড়ামনকাটি কুণ্ডুপাড়ার একটি আমবাগান থেকে জাকিরের জবাই করা মৃতদেহ উদ্ধার করা হয়। মাদক ব্যবসায় দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে বিস্তারিত কিছু বলা যাবে না বলে তিনি জানান।
চুড়ামনকাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রমিজউদ্দিন জানান, জাকির হোসেন পাঁচ নাম্বার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। মাদক ব্যবসার দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
(দ্য রিপোর্ট/একে/এমএইচও/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৫, ২০১৪)