স্বর্ণমন্দির অভিযানে ভারতকে সহযোগিতা করেছিল যুক্তরাজ্য
দ্য রিপোর্ট ডেস্ক : ১৯৮৪ সালে শিখ ধর্মাবলম্বীদের পবিত্রতম উপাসনালয় ভারতের উত্তর পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত স্বর্ণমন্দিরে সামরিক অভিযানে ভারত সরকারকে পরামর্শ সহায়তা দিয়েছিল যুক্তরাজ্য। দেশটির এক সরকারি তদন্তে প্রমাণিত হয়েছে, অপারেশন ব্লু স্টার নামক ওই বিতর্কিত সামরিক অভিযানের পরিকল্পনায় ভারতকে বিভিন্ন পরামর্শ, সহায়তা ও বিশেষজ্ঞ সরবরাহ করেছিল ব্রিটেন।
যুক্তরাজ্যের সরকার বুধবার দেশটির এক পার্লামেন্ট অধিবেশনে বিষয়টি স্বীকার করে নিয়েছে। তবে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, ওই সামরিক অভিযানে ব্রিটেনের পরামর্শ খুব সামান্যই প্রভাব ফেলেছিল।
উল্লেখ্য, ওই অভিযানের চার মাস পরই প্রতিশোধস্বরূপ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল তার এক শিখ দেহরক্ষী। অপারশেন ব্লু স্টারে অন্তত ১০০০ শিখ নিহত হয়েছিলেন।
গত মাসে নতুন করে প্রকাশিত দাফতরিক কিছু নথিপত্র থেকে দেখা যায়, তৎকালীন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার ভারত সরকারকে সহায়তা করার জন্য যুক্তরাজ্যের স্পেশাল এয়ার ফোর্স (এসএএস) থেকে একজন কর্মকর্তাকে প্রেরণ করেছিলেন। এ তথ্য প্রকাশিত হওয়ার পরপরই ব্রিটেনের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন বিষয়টি পুনরায় পর্যালোচনা করে দেখার আদেশ দেন।
মি. হেগ বলেন, ১৯৮৪ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্য সরকার ভারত সরকারের কাছ থেকে একটি জরুরি অনুরোধপত্র পায়। সেখানে শিখদের স্বর্ণমন্দিরে ভারত সরকারের পুর্ন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় অভিযান পরিকল্পনায় যুক্তরাজ্যকে পরামর্শ সহায়তা দেয়ার আহ্বান জানানো হয়। ওই আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাজ্য সরকার ভারতে একজন সামরিক পরামর্শক প্রেরণ করে।
যুক্তরাজ্য সরকারের তদন্তে দেখা গেছে, ওই ব্রিটিশ কর্মকর্তা সামরিক অভিযান না চালিয়ে অন্য কোনো উপায়ে কার্য সমাধা করার জন্য ভারতকে পরামর্শ দিয়েছিলেন। আর যদি সামরিক অভিযান ছাড়া অন্য কোনো বিকল্প না থাকে, তাহলে আকস্মিক অভিযান চালানো এবং অভিযানে হেলিকপ্টার বা আকাশযান ব্যবহার করার পরামর্শ দেন তিনি। এতে করে হতাহতের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা যাবে। কিন্তু ভারত সরকার তার পরামর্শের কোনোটিই আমলে নেয়নি। তারা বরং একটি ব্যাপক অভিযান চালায়।
এদিকে, কয়েক সপ্তাহ আগে ওই অভিযানের নেতৃত্বে থাকা লে. জেনারেল কেএস ব্রার বলেন, ‘আমার জানামতে, অপারেশন ব্লু স্টার মূলত ভারতীয় সেনা কমান্ডারদের দ্বারাই পরিকল্পিত ও বাস্তবায়িত হয়। এতে ব্রিটিশ সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না।’
(দ্য রিপোর্ট/এমএটি/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৫, ২০১৪)