ফার্মা এইডসের লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
দ্য রিপোর্ট প্রতিবেদক : কোম্পানির ফ্যাক্টরি পরিদর্শনে বাধা দেওয়াসহ স্টক এক্সচেঞ্জের স্বাভাবিক কার্যক্রমে সহযোগিতা না করায় ফার্মা এইডসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। শাস্তিস্বরূপ এ কোম্পানির লেনদেন স্থগিত রাখা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএসইতে এ কোম্পানির লেনদেন স্থগিত থাকবে।
স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেজুলেশন পরিপালনে ব্যর্থতা এবং পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থরক্ষায় ব্যর্থতার কারণে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে। উপরোক্ত অনিয়মের বিষয়ে ব্যাখ্যা চেয়ে ইতোমধ্যে কোম্পানিতে চিঠি পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এজেড/ফেব্রুয়ারি ৫, ২০১৪)