বেনাপোলে স্বর্ণের বারসহ ১ ভারতীয় আটক
বেনাপোল সংবাদদাতা : বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ড এলাকা থেকে বুধবার সকালে ২৫টি স্বর্ণের বারসহ (আড়াই কেজি) গোপাল (৪২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে ভারতীয় বিএসএফ।
আটক গোপাল বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল চেকপোস্টের হাওলাদার নামের একটি মানিচেঞ্জার দোকানের মালিক।
বেনাপোল চেকপোস্টের বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল্লাহ দ্য রিপোর্টকে জানান, গোপাল চেকপোস্টের নোম্যান্সল্যান্ড দিয়ে ভারতে যাওয়ার সময় বুধবার সকাল ১০টার দিকে পেট্রাপোলের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এই স্বর্ণে বারগুলো বাংলাদেশের কোথা থেকে এসেছে বা কে তার মালিক তা এখনও জানা যায়নি।
চেকপোস্টের একাধিক সূত্র জানিয়েছে, গোপাল প্রতিদিন সকালে চেকপোস্ট পার হয়ে নির্বিঘ্নে বাংলাদেশে প্রবেশ করে বেনাপোল বাজারে আসেন। বাজার থেকে ইলিশ মাছসহ অন্যান্য জিনিস কিনে আবার ভারতে চলে যান। তিনি মাছসহ অন্যান্য জিনিসপত্র ভারতীয় পুলিশ ও কাস্টমস কর্মকর্তাদের সরবরাহ করে থাকেন। এ কারণে দুই দেশেই তিনি চলাচল করেন।
আর এ সুযোগটি কাজে লাগিয়ে গোপাল দীর্ঘদিন ধরে সোনা পাচার করে আসছিলেন বলে জানিয়েছে চেকপোস্টের সূত্রগুলো।
এর আগে ২৫ জানুয়ারি বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ড এলাকা থেকে ২০টি স্বর্ণের বারসহ আলী কদর (৩২) নামে এক ভারতীয় লেবারকে আটক করেছিল ভারতীয় বিএসএফ।
(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৫, ২০১৪)