রাজশাহী সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সফরে আসবেন আগামী শনিবার। রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী তার সফরসূচি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী জেলার সারদা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শনিবার বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রী ওই দিন সকাল ১০টা ৫ মিনিটে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির অতিথি ভবনে পৌঁছবেন এবং হাউস গার্ডের সালাম গ্রহণ করবেন।

সকাল সাড়ে ১০টায় বিসিএস ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ, প্যারেড পরিদর্শন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের মধ্যে পদক প্রদান ও তাদের উদ্দেশে বক্তব্য দেবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব (১) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি পত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডসংলগ্ন প্যান্ডেলে রিফ্রেসমেন্ট, বেলা ১২টায় পুলিশ একাডেমির অফিসার্স মেস প্রাঙ্গণে বৃক্ষরোপণ, দুপুর সোয়া ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষানবিস সহকারী পুলিশ সুপাররা অবস্থান এবং আলোকচিত্র গ্রহণ করবেন।

পরে বিকেল সোয়া ৪টায় সারদা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একযোগে রাজশাহীর বাগমারা উপজেলার আশ্রায়ণ প্রকল্প-২, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ভবন, রাজশাহী সরকারি কলেজের ১০০ শয্যাবিশিষ্ট ছাত্রীনিবাস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের ভৌত সুবিধাদি বর্ধিতকরণ প্রকল্প, রাজশাহী (উত্তর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাঘা উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং পুঠিয়া, পবা ও মোহনপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করবেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৫, ২০১৪)