দ্য রিপোর্ট ডেস্ক : চীনে নতুন বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যেই অন্তত একজন নারীর প্রাণহানির খবর পাওয়া গেছে। নতুন এই বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে নিহত ৭৩ বছর বয়সী ওই নারী নানচাং শহরের বাসিন্দা ছিলেন।

এক পোল্ট্রি বাজারে যাওয়ার পর তিনি এইচ-১০এন-৮ নামক ওই ভাইরাসে আক্রান্ত হন। তবে ওই বাজার থেকেই তিনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা, তা এখনো পুরোপুরি নিশ্চিত করা যায়নি।

জিয়াংসি প্রদেশেও দ্বিতীয় আরেক ব্যক্তির এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২৬ জানুয়ারি ওই খবরটি প্রকাশিত হয়। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেন, ভাইরাসটি মহামারি আকার ধারণ করতে পারে। ফলে বিষয়টিকে অবহেলা না করে এখনই সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

বিজ্ঞানীরা জানান, এইচ-১০এন-৮ এমন কিছু জেনেটিক বৈশিষ্ট্য অর্জন করেছে, যার ফলে তা মানবদেহে নিজের পুনরুৎপাদন ঘটিয়ে চলতে সক্ষম হবে। এতে ভাইরাসটি একজনের শরীর থেকে আরেকজনের শরীরকেও আক্রান্ত করতে সক্ষম হবে, যা এক সময় মহামারি আকার ধারণ করতে পারে। তবে ভাইরাসটি এভাবে ছড়িয়ে পড়ার কোনো বাস্তব প্রমাণ এখনো মেলেনি।



উল্লেখ্য, এ ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এর আগে আর কখনো দেখা যায়নি। সম্প্রতি এইচ-৭এন-৯ নামক একই ধরনের আরেকটি ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলা করেছে চীন।

(দ্য রিপোর্ট/এমএটি/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৫, ২০১৪)